লাখাইয়ে দোকানের জানালা ভেঙ্গে আড়াই লক্ষ টাকার মালামাল চুরি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 18 July 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দোকানের জানালা ভেঙ্গে আড়াই লক্ষ টাকার মালামাল চুরি

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :   লাখাই উপজেলার লাখাই বাজারে একটি কাপড়ের দোকানের জানালা ভেঙ্গে চুরি হয়েছে বলে জানা গেছে ।  শুক্রবার (১৬জুলাই)   দিবাগত রাতে লাখাই  বাজারের ব্যবসায়ী উবায়েদ উল্লাহ সোহাগ কাপড়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা শার্ট প্যান্ট ও অন্য অন্য ভিবিন্ন কাপড় চুরি করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দোকান মালিক।
বাজারে পাহারা থাকা সত্ত্বেও চুরির ঘটনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক উবায়েদ উল্লাহ সোহাগ  বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার  রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই।  সকালে এসে দোকানের সামনের দরজা খুলে দেখি দোকানের পাছনের জানালার শিক ভেঙ্গে দোকানের ভেতর থেকে কে বা কারা দোকানে থাকা শার্ট প্যান্ট -কাপড় চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামাল প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার  টাকার মূল্য হবে আমি ধারনা করছি।’ এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও পাহারাদারদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন।

ছবি : লাখাইয়ে একটি কাপড়ের দোকানের জানালা ভেঙ্গে আড়াই লক্ষ  টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা

এ বিষয়ে কথা হলে পাহারাদার মাসুক মিয়া বলেন, পিছনের জানালা ভেঙে চুরি হয়েছে, কিন্তু পিচনে যাবার রাস্তা নেই রাতে কিছু দেখা যায়না, চারদিকে পানি, নৌকা দিয়ে এসে  চোরা পিচনের দিকে ঢুকে চুরি করেছে বলে আমার ধারনা ।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনর্চাজ মোঃ মোবারক হোসেন বলেন, ‘ চুরি হওয়ার পর চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন সাহেব আমাকে ফোন করেছিলেন আমি এস,আই সুলেমান সাহেবকে পরিদর্শনের জন্য পাঠিয়েছিলাম । এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’