লাখাইয়ে দুর্যোগ কমিটির আগাম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে পুনরায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রকিব এর সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। লাখাই উপজেলার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থসপনা কমিটি কর্তৃক আয়োজিত সভায় বন্যা ও দুর্যোগ করনীয় সম্পর্কে আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান, উপজেলা পরিষদ এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আবুল কাশেম মোল্লা ফয়সল, এডভোকেট খোকন চন্দ্র গোপ,আব্দূল কদ্দুছ, নোমান মিয়া, হাজী আজাদ হোসেন ফুরুক, পবিস এর ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তুি হালদার,পজিব কর্মকর্তা মোঃ আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা রুপালী পাল, উপজেলা কৃষি কর্মকর্তা এর প্রতিনিধি উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতিলাল, লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।
সভায় আগাম বন্যা ও দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সভায় ৬টি ইউনিয়ন পরিষদ ৬টি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, সেচ্ছাসেবী সংগঠন তৈরী, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট,বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা, তরিৎ বন্যায় কবলিত এলাকায় পৌঁছাতে নৌকার ব্যবস্থা, মেডিকেল টিম গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলার জন্য সভায় সিদ্ধান্তঃ গৃহীত হয়।
এ ছাড়াও বন্যায় কবলিত মানুষের জন্য শুকনো খাবার ও সুপেয় পানির নিশ্চিত করনের উপর গুরুত্বারোপ করা হয়েছে।