লাখাইয়ে দুই দিনের ব্যবধানে আবারো ঘটল হত্যাকান্ড : ঘরবাড়ি ভাঙচুর লুটপাট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দুই দিনের ব্যবধানে আবারো ঘটল হত্যাকান্ড : ঘরবাড়ি ভাঙচুর লুটপাট

Link Copied!

আতাউর রহমান ইমরান, লাখাই থেকে   ;     গত  (১০) ই মে রবিবার সাতাউক গ্রামে ঘটে যাওয়া খুনের রেশ কাটতে না কাটতেই লাখাই উপজেলার চলমান খুনের মিছিলে এবার যুক্ত হলো আরেকটি হত্যাকান্ড এবং লুটপাটের ঘটনা। গতকাল মঙ্গলবার ১২ মে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে লাখাই উপজেলার মুড়িয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে চাচাতো ভাই জাকারিয়া গংদের হাতে নিহত হলেন তিন সন্তানের জনক আটত্রিশ বছর বয়সী ইব্রাহিম মিয়া। পাওনা টাকা আদায় এবং জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার সরেজমিন অনুসন্ধান ও স্থানীয়দের বক্তব্য হতে জানা যায়, ধর্মপুর গ্রামের ইদ্রিস মিয়ার ডিভোর্সি কন্যা রিনা বেগম স্বামীর বাড়ি থেকে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে থাকতেন। বাবার বাড়িতে তিনি একটি ছোট টং দোকান চালিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে। একই গ্রামের রুহুল আমিন তার দোকান থেকে দেড়শ দুইশ টাকার মতো মালামাল বাকিতে নেয়। উক্ত পাওনা টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় রিনার বাবা ইদ্রিস মিয়া রুহুল আমিনের কাছে টাকা পরিশোধ করতে চাপ দেন।

রুহুল আমিনের সাথে এ নিয়ে ইদ্রিস মিয়ার বাকবিতণ্ডা হয়  দুয়েকদিন আগে। এই ঘটনার জের ধরে ইদ্রিস মিয়ার পুত্র জাকারিয়া, ও আরো কয়েকজন গতকাল সন্ধ্যার দিকে রুহুল আমিন এর উপর চড়াও হন। এরপর রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে সুযোগের অপেক্ষায় থেকে কয়েকজন লোক নিয়ে আগের ঘটনার শোধ নিতে আক্রমণ করেন ইদ্রিস মিয়ার পুত্র ইয়াহিয়ার উপর। ইয়াহিয়া তখন ধর্মপুর গ্রামের একটি বাড়িতে তারাবির নামাজে ইমামতি শেষ করে ফিরছিলেন নিজ বাড়ির দিকে।

 

ওই ঘটনার পর ইদ্রিস মিয়া এবং তার ছেলেগন জাকারিয়া, ইয়াহিয়া ও আরো দুই ভাইয়ের সন্দেহ হয় তাদের চাচাতো ভাই প্রতিবেশী ইব্রাহিম মিয়ার উপর। তাদের সন্দেহ হয় যে ইব্রাহিম মিয়া রুহুল আমিনের আত্মীয় হন সেই সুবাদে হয়তো ইব্রাহিম মিয়া রুহুল আমিন কে ইয়াহিয়ার উপর আক্রমণ চালাতে কোনরুপ সহযোগিতা করেছেন বলে। তাদের সন্দেহ  আরও গাঢ় হওয়ার  কারণ  ছিল  ইব্রাহিম মিয়া  এবং  ইদ্রিস মিয়ার সন্তানদের মধ্যে  তাদের  দুই পরিবারের বসত বাড়ির মাঝখানের একটি জমি নিয়ে অনেকদিন আগে থেকেই  বিরোধ চলে আসছিল। জমিটি দুই পরিবারই কিনতে চেয়েছিল কিন্তু ইব্রাহিম মিয়া জমি নিয়ে সরকার পক্ষের সাথে  ৮/৯ বছর ধরে মামলা চালিয়ে সফল হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। সমস্ত পুঞ্জিভূত ক্ষোভ ও সকল ঘটনার জের সব মিলিয়ে  এরপর ইদ্রিস মিয়ার  চার সন্তান  জাকারিয়া ও ইয়াহিয়া  সহ আরো  কয়েকজন মিলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী ইব্রাহিম মিয়ার বসত বাড়িতে এসে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আক্রমণ চালায়। ওই সময় জাকারিয়ার ফিকলের আঘাত ইব্রাহিম মিয়ার বুকের বাম দিকে বিদ্ধ করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তারপর যথারীতি এই ঘটনার সম্ভাব্য অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় সুযোগসন্ধানী লোকজন। চার পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তারা।

এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে জানান, পাওনা টাকা আদায়ের সূত্রধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে । হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা রয়েছে।  এ ব্যাপারে মামলা দায়ের করা হলে মামলা নেওয়া হবে।