লাখাইয়ে দুই গ্রুপের সংঘর্ষ : মহিলাসহ আহত ১০ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 30 March 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দুই গ্রুপের সংঘর্ষ : মহিলাসহ আহত ১০

Link Copied!

মনর উদ্দিন মনির/শুভ, লাখাই : লাখাই উপজেলার মুড়াকরিগ্রামে পারিবারিক বিরোধ জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ উভয় পক্ষের প্রায় ১০ জন লোক আহত হয়েছে। আহত ব্যাক্তিরা হলেন: ধনু মিয়া(৭০), সিরাজ মিয়া (৪০), তুষা মিয়া( ৫৫), নাজমা বেগম (২২), মোছাঃ রাহমিনা (৪০), মোছাঃ রুইলা( ৪৫), রোনা বেগম(৩২), সিরাজুল মিয়া(২৬), জলিল মিয়া(৩০), খলিল মিয়া(২৮) সহ আহত ১জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।  মঙ্গলবার (৩০শে মার্চ) সকালে উপজেলার মুড়াকরি গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে
 স্থানীয় সূত্রে জানা যায়, মুদির দোকানী মহিলার কাছে মোবাইল নাম্বার চাওয়া সংকান্ত বিষয়কে কেন্দ্র করে সিরাজ ও করিম গংদের মধ্য তর্কবিতর্ক সৃষ্টি হয় পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ছবি : সংঘর্ষে আহত কয়েকজন

লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, পারিবারিক বিরোধ জের ধরে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় কোনো অভিযোগ আসেনি, আসলে তদন্তকরে আনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।