লাখাইয়ে দলিল লিখক খুনের ঘটনায় কলম বিরতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 May 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দলিল লিখক খুনের ঘটনায় কলম বিরতি

এম এ ওয়াহেদ
May 15, 2024 4:57 pm
Link Copied!

লাখাইয়ে সাবরেজিস্টার অফিসের দলিল লিখক শাহ আমজাদ হোসেন নয়ন এর খুনের ঘটনায় লাখাই সাবরেজিস্টার অফিসের দলিল লিখকদের কলম বিরতি পালিত হয়েছে । বুধবার (১৫মে) সরজমিনে গিয়ে দেখা গেছে লাখাই উপজেলা সাবরেজিস্টার অফিসের সকল দলিল লিখক কলম বিরতি পালন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবারে জিরুন্ডা গ্রামের উত্তরে ও চিকনপুর গ্রামের পূর্ব হাওড়ে উদ্ধারকৃত লাশ আমজাদ হোসেন নয়ন এর লাশ সনাক্ত হওয়ার পর দলিল লিখকদের মাঝে দেখা নানা প্রতিক্রিয়া। এ ব্যপারে লাখাই সাবরেজিস্টার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি সহ সকল দলিল লিখক শাহ আমজাদ হোসেন নয়ন এর খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন শাহ আমজাদ হোসেন নয়ন এর খুনের সাথে সম্পৃক্ত আসামীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে সাবরেজিস্টার অফিস খোলা থাকলেও দলিল লিখকরা কলম বিরতি পালন করছেন এবং সাবরেজিস্টার অফিসে কোন দলিল লিখক কে পাওয়া যায়নি।