লাখাইয়ে থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত আলজার কে গ্রেপ্তার করা হয়েছে । লাখাই থানা সুত্রে জানা যায় সোমবার (২৮ ফেব্রুায়ারী) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে পূর্ব বুল্লার মাজু মিয়ার ছেলে আলজার (৩৮) কে তার নিজ ঘরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়্।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল বাশারের নেতৃত্বে এস আই ফারুখ খন্দকার এসআই মোঃ সোহাগ ফকির এসআই জ্যোতিষ তালুকদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেন ।
উল্লেখ্য, বিগত ২১ সালে ১০ এপ্রিল দিবাগত গভীর রাতে লাখাই উপজেলার গুনিপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির করার প্রস্ততির ঘটনায় লাখাই থানার মামলা নং৬(৪)২১ইং দঃবিঃ ৩৯১/৪০২ ধারার মামলার আসামী আলজার কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।