লাখাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) মোড়াকরি বাজার সংলগ্ন মহা সংকীর্তন এর সামনে মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের তথ্য আপা বিষয়ক উঠান বৈঠকে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও নাহিদা সুলতানা বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে হলে আপনাদেরকেই সবার আগে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
নারীর ক্ষমতায়ন, মেয়েদের পুষ্টি, বাড়ীর আঙিনায় সবজি চাষ ও পরিবার পরিকল্পনা বিষয়ের উপরে নারীদেরকে বিভিন্ন পরামর্শ দেন ইউএনও ।
তথ্য আপার উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান প্রমুখ।