লাখাই থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামী সহ দুইজন গ্রেপ্তার হয়েছেন । আসামীরা হলেন শুভ আহমেদ ও নাছির উদ্দিন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে ঢাকা বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় শুভ আহমেদ নামের এক ডাকাত কে এবং ঢাকা টঙ্গী এলাকা থেকে পলাতক আসামী নাছির উদ্দীন কে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাশ এর সাথে আলাপ কালে তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় লাখাই উপজেলার ঝনঝনিয়া নদীর নিকটবর্তী এলাকায় ডাকাতির ঘটনার আসামী করাব গ্রামের জাহার মিয়ার ছেলে শুভ আহমেদ(২৫) কে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করি এবং লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ নাছির মিয়া (৩৫)কে ঢাকার টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম জানান, আসামীদেরকে শুক্রবার (৩১ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।