লাখাইয়ে টিআর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ বিতরণ করলেন চেয়ারম্যান ফয়সল মোল্লা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে টিআর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ বিতরণ করলেন চেয়ারম্যান ফয়সল মোল্লা

Link Copied!

লাখাই প্রতিনিধি :    লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল পৃথক পৃথক মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহায়তার অর্থ হস্তান্তর করেন।
সোমবার (২৩জুন) মোড়াকরি ইউনিয়ন পরিষদ অফিসে ২০১৯-২০ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় ২য় কিস্তির বরাদ্দ দ্বারা মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তরগ্রাম বায়তুল আমান জামে মসজিদে ২০হাজার টাকা ও  লক্ষীপুর মাদ্রাসায়  ২০হাজার টাকা হস্তান্তর করা হয়।
এসসয় বাইতুল আমান জামে মসজিদের পক্ষে অর্থ সহায়তা গ্রহন করেন উক্ত মসজিদের সভাপতি জনাব  গোলাম মস্ত ও লক্ষীপুর মাদ্রাসার পক্ষে গ্রহন করেন উক্ত মাদ্রাসার সভাপতি জনাব হিরাই মিয়া।

ছবি : বরাদ্দকৃত নগদ টাকা তোলে দিচ্ছেন চেয়ারম্যান ফয়সল মোল্লা

এসময় ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ‘ জননেত্রী  শেখ হাসিনা দেশের সর্বস্থরের জনগনের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আর আমাদের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগনের নিকট পৌছে দেয়া। ইনশাল্লাহ অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোন ভালো কাজে জনগনের পাশে থেকে যেকাোন উন্নয়নমূলক কাজে পাশে পাবে ২নং মোড়াকরি ইউনিয়নের আপামর জনগন।”
এসময় উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়নের সচিব (অঃদাঃ) রঞ্জন দাস,সাবেক মেম্বার সুলতান মিয়া, গোলাম মস্ত মিয়া, পেরু মিয়া,হিয়া মিয়া সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।