ঢাকাMonday , 22 March 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  লাখাই উপজেলার করাব গ্রাম থেকে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইদুল ইসলাম নির্দেশনায় ওসি তদন্ত মহিউদ্দিন সুমনের সার্বিক তত্বাবধানে, এসআই মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় করাব গ্রামের মোঃ শামীম মিয়ার বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রবিবার রাত অনুমান ১২ টা ১৫ মিনিটে  ৯ জুয়াড়ী কে নগদ ২ হাজার ২ শত ৩০ টাকা, ৩ বান্ডিল তাস ও একটি চাদর সহ জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।

ছবি : পুলিশের হাতে আটক ৯ জুয়াড়ী

গ্রেফতারকৃতরা হলেন লাখাই উপজেলার করাব গ্রামের ১. মোঃ এমদাদুল হক(৪০), পিতা- মোঃ আমির আলী, ২. মোঃ হবিব মিয়া(৪৫), পিতা – মোঃ আবু মিয়া,৩. জাহির মিয়া (৩৮) পিতা – মৃত আলফু মিয়া,  ৪. মোঃ আলামিন মিয়া (৩০), পিতা -মলাই মিয়া, ৫. মোঃ কামরুল হাসান তালুকদার (৩০), পিতা- আঃ সহিদ তালুকদার, ৬. রবিউল ইসলাম (৩০), পিতা- কাওছার মিয়া, ৭. মোঃ শিমুল মিয়া (২২), পিতা – ফখর উদ্দিন, ৮. মোঃ মহিদ মিয়া (২৫), পিতা – বদর উদ্দিন, ৯.মোঃ খালেদ মোস্তফা (২০), পিতা – আলী আফসার।
ঘটনাটির সততা নিশ্চিত করে লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আটকৃতদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।