লাখাই প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫’ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রস্তুতিমূলক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠান করা হয়েছে।
রোববার দুপুর ১২’টা লাখাই উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মুড়িয়াউক ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, মোড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল, করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা সাংবাদিক’সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫’ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধ উত্তোলন ও উপজেলা প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত সহ বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়।