এম সি শুভ আহমেদ, লাখাই : জাতীয় শোক দিবস উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভা উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মাস্টার সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন গোপাল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্বেবৃন্দ সহ উপজেলা ছাত্রলীগ কর্মী।