লাখাইয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কালাউক বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ছবিঃ অভিযান চলাকালীন সময়ে

এ সময় আল মদিনা সুইটসকে ২ হাজার, ভাই-ভাই ষ্টোরকে ২ হাজার, ফাতেমা সুইট মিটকে ৩ হাজার এবং বিসমিল্লাহ ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিন্ম মানের ক্ষতিকারক খাবার তৈরি ও অপরিস্কার থাকার দ্বায়ে এ জরিমানা প্রদান করা হয়েছে। করোনার পরিস্থিতিতে গুরুত্ব সহকারে এ অভিযান অব্যাহত থাকবে।