লাখাই উপজেলায় দখল হয়ে যাওয়া জমি রেজিস্ট্রি করে না দিয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করায় এক মুক্তিযোদ্ধা সন্তানের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।
লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে ৯ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনার শিকার হন বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত লক্ষী রাম চন্দ্রের পুত্র টিটু চন্দ্র দেব।
তথ্য আছে তাকে প্রচন্ড মারধর করে ধরে এনে বাড়ির লটকে বেধে রেখে পিটিয়ে গলায় দা ধরে নন জুডিসিয়াল স্টাম্পে স্বাক্ষরও নিয়েছেন নির্যাতনকারীরা।
বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা মৃত আরজু মিয়ার পুত্র ফুরুক মিয়া (৪০), ছালেক মিয়া (৩৫), বাদল মিয়া (৩০) এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। তারা লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ ফারুক আহমেদের চাচাতো ভাই।
ঘটনার শিকার টিটু দেব বাদী হয়ে বৃহস্পতিবার (৯মার্চ) লাখাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটিকে এখনো মামলা হিসেবে নেয়নি লাখাই থানা পুলিশ।
এছাড়া ঘটনায় জড়িত কোন আসামি ও এখনো গ্রেপ্তার করা হয়নি। উপরন্ত বিষয়টি ধামাচাপা দিতে ভয় দেখিয়ে আপস মীমাংসার চেষ্টা চলছে বলে একটি সুত্রে খবর পাওয়া গেছে।
জানা যায়, টিটু চন্দ্র দেবের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূ- সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামে বসবাস করে আসছেন। তাদের জমির মধ্যে বেশ কিছু অংশ ফুরুক মিয়া ও তার ভাইয়েরা দখল করে রয়েছেন।
এসব ব্যাপারে তিনি হবিগঞ্জের আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় তার উপর ফুরুক মিয়ারা তার উপর ক্ষিপ্ত ছিলেন। ইদানীং জোর করে দখল করা করাত কলের ভাড়া চাইলে ক্ষিপ্ত হয়ে টিটুকে হুমকি ধমকি দেন ফুরুক গং।
বৃহস্পতিবার টিটু দেব বামৈ গ্রামে আসলে তাকে তিন পুল নামের স্থানে পেয়ে ফুরুক মিয়া তার ভাইদের নিয়ে তার উপর আক্রমণ করেন। এ সময় টিটু দেবকে বেধড়ক মারধর করেন তারা।
মারপিটের এক পর্যায়ে টিটু দেব কে নিজেদের বাড়িতে টেনে হেঁচড়ে নিয়ে আসেন ফুরুক মিয়া গং। বাড়িতে বেধে লটকিয়ে রেখে পিটিয়ে এক পর্যায়ে জোরপূর্বক দুটি খালি জুডিসিয়াল স্ট্যাম্পে টিটু দেবের স্বাক্ষর নেন তারা।
দীর্ঘ সময় এ অবস্থা চলমান থাকলেও তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি বলে তথ্য পাওয়া যায়। এলাকার লোকজন এক পর্যায়ে লাখাই থানায় খবর দিলে অফিসার ইনচার্জের অনুরোধে বামৈ ইউনিয়ন চেয়ারম্যান তাকে উদ্ধার করিয়ে আনেন।
এ ব্যাপারে লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্পদ রায় জানান, এ রকম অবস্থা চললে কিভাবে হবে। এ বিষয়ে জানতে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।