ঢাকাTuesday , 5 December 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে জমির মাটি কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

এম এ ওয়াহেদ
December 5, 2023 6:24 pm
Link Copied!

লাখাই উপজেলার মমন হাওরে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত ১লা ডিসেম্বর রোজ শুক্রবার দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় লাখাইয়ে ফসলি জমির টপসয়েল কাটার হিড়িক শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

এই সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সংবাদটি দৃষ্টিগোচর হলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান কে বিষয়টি দেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে বামৈ ভুমি তহশিল অফিস এর লোক দ্বারা সত্যতা নিশ্চিত করার জন্য নির্দেশ দিলে বামৈ ভুমি তহশিল অফিস এর লোক সত্যতা পান।

পরে ফসলি জমির টপসয়েল কর্তনকারীদের কে উপজেলা প্রশাসনের কার্যালয়ে ডেকে এনে টপসয়েল না কাটার জন্য নিষেধ করে দেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনশী গ্রামের আমীনুল হক, হুমায়ুন তালুকদার ও হাবিবুর রহমান কাছে ফসলি জমির টপসয়েল কাটার জন্য অনুমতি পাওয়ার আবেদন করলে আমি তাদের অনুমতির আবেদন নামঞ্জুর করে দিয়েছি।

বর্তমানে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ আছে কি না জানতে চাইলে তিনি জানান মাটি কাটার কাজ বন্ধ আছে। এর পরেও যদি সংশ্লিষ্ট ব্যক্তিগন আদেশ অমান্য করে তা হলে তাদের বিরুদ্ধে ভুমি আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।