লাখাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 May 2024

লাখাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Link Copied!

তৃতীয় ধাপে আসন্ন ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৩মে) হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -হবিগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) নিলুফা জাহান। এই নির্বাচনে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর নিজ-নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা নেমেছেন প্রার্থীরা।

লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এডভোকেট মুশফিউল আলম আজাদ পেয়েছেন কই মাছ প্রতীক, মাহফুজ আলম মাহফুজ পেয়েছেন মোটর সাইকেল, আমিরুল ইসলাম আলম পেয়েছেন আনারস, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল পেয়েছেন ঘোড়া প্রতীক।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কাউছার আহমেদ পেয়েছেন মাইক প্রতিক, আব্দুল মতিন- বই, রাসেল আহমেদ -চশমা, আরিফ আল হাসান – টিয়া পাখি, নোমান মোল্লা- উড়োজাহাজ, রাজিব কান্তি রায় – তালা, মানিক মোহন দাস – টিউবওয়েল প্রতিক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রিয়া বেগম পেয়েছেন ফুটবল প্রতিক, আলেয়া বেগম – হাঁস, সুমি আক্তার – প্রজাপতি, তানিয়া আক্তার রেণু পেয়েছেন কলস প্রতিক। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়