লাখাইয়ে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 31 October 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাইঃ লাখাইয়ে প্রযুক্তির সাহায্য নিয়ে চুরি হয়ে যাওয়া ১টি মোবাইল উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।
রবিবার (৩১অক্টোবর) বামৈ পশ্চিম নামক এলাকা থেকে একজৈনক ব্যাক্তির সুত্রে মোবাইল ফোনটি উদ্ধার করেন থানা পুলিশের এসআই সাদ্দাম হোসাইন।

ছবি : লাখাইয়ে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ

সুত্রে জানায়, গত ১০ সেপ্টেম্বর ২০২১ খ্রীঃ বামৈ থেকে বুল্লাবাজার যাওয়ার পথিমধ্যে অপ্পো কোম্পানির এ৯ নামক মডেলের মোবাইল ফোনটি চুরি হয়।
পরে (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগী শাহজাহান কবির মোবাইল হারানো উল্লেখ করে লাখাই থানায় একটি সাধারন ডায়েরী করেন (ডায়েরী নং ৪১৪, তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সাহায্য নিয়ে ১মাস ২০ দিন পর মোবাইল টি উদ্ধার করে গতকাল রবিবার লাখাই থানায় ভুক্তভোগী শাহজাহান কবিরের হাতে তুলেদেন এসআই সাদ্দাম হোসাইন।
এ ব্যাপারে কথা হলে এসআই সাদ্দাম হোসাইন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।