লাখাইয়ে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 February 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর নিহত

Link Copied!

লাখাই উপজেলার মোড়াকরি বাজারে এক দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা চোর নিহত হয়েছে। মোড়াকরি বাজারের আব্দুল হান্নান মোল্লা নামের এক ব্যবসায়ীর দোকানে চুরি করতে গিয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ঘরে প্রবেশ করতে একাধিক চোর দোকানের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে। চোরাই মাল নিয়ে বের হয়ে আসার সময় টিনের চালের উপরে থাকা বিদ্যুতের লাইনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা ওই চোর মারার যান। পরে এলাকার লোকজন টিনের চালে পড়ে থাকা চোরের মৃতদেহ দেখতে পেয়ে লাখাই থানা পুলিশের নিকট সংবাদ দেন।

সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুনু মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরের লাশ উদ্ধার করেন। ওই চোরের মৃতদেহের নিকট থেকে পরিচিত বেশ কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ নুনু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এখনো চোরের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।