মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে চিকিৎসকের সাথে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা দর্শনার্থীদের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসা সেবা ও ভর্তিরত রুগীদের দুপুরের খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা।
জানা যায, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ঘঠিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের বাসভবনের সামনে ছবিতুলতে থাকেন ৩/৪ জন দর্শনার্থী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জগবন্ধু পাল ছবি তুলতে নিষেধ করলে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দর্শনার্থীরা ডাঃ জগুবন্ধু পাল উপর আক্রমন করলে তাদের মাঝে হাতাহাতি হয়্। হাতাহাতির একপর্যায়ে আক্রমনকারীরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এর পরপরই লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসাররা তাদের চিকিৎসা কার্যকক্রম বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীরা জরুরী বিভাগ সামনে ভিড় জমাচ্ছেন। এসময় চিকিৎসা সেবা নিতে আসা রহুল আমিন জানান, সকাল ১০টায় একজন রুগী নিযে আসলে সকাল ১১ টা পর্যন্ত অপেক্ষাকরে কোনো সেবা না পেয়ে চলে যাই তারপর পুনরায় বিকাল ৪টায় আসলে ও চিকিৎসা সেবা পাইনি।
তেঘরিয়া গ্রাম থেকে আসা নাছিমা নামে একজন রুগীর স্বজন অভিযোগকরে বলেন, ২ঘন্টা ৩০ মিনিট ধরে বসে আছি। কিন্তু জরুরী বিভাগে কোনো ডাক্তার নেই, সেবা পাচ্ছি না। তিনি আরও জানান, হাসপাতালে নাকি মারামারি হয়েছে শুনছি। এজন্য ডাক্তাররা অবরোধ ডাকছে এজন্য চিকিৎসা দিচ্ছে না।
হাসপাতালে ভর্তি হওয়া রুগী নিলিমা দাস(২২) ও শাহানা (৩০) অভিযোগকরে জানান, সকালের নাস্তা দুপুরে পেয়েছি। আর দুপুরের খাবার এখনো আসেনি অথচ বিকাল ৪টা বেজে গেছে। কি জানি সমস্যা হয়েছে সেজন্য খাবার দেয়া বন্ধ।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মস্তোফা জামানের সাথে আলাপকালে জানান, অভিযোগ গুলো আংশিক সত্য। আমাদের সহকর্মীর সাথে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের সেবা সাময়িক বন্ধ ছিল।
দুপুরের খাবারের বিষযে জানতে চাইলে তিনি জানান, আমাদের একসহকর্মীর বিদায় অনুষ্ঠান ছিল। এজন্য আমরা একটু ব্যস্ত ছিলাম। তবে খাবারের বিষয়টি আমি অবগত নই। এরকম কিছু হলে এখনই এর সমাধান হবে বলে তিনি আশস্ত করেন।
মারধরে আক্রান্ত মেডিকেল অফিসার ডাঃ জগবন্ধু পাল এর সাথে কথা হলে তিনি জানান, হাতাহাতির ঘটনাটি সত্য।
হাতাহাতির ঘটনাটির সততা নিশ্চিত করে লাখাই থানা পুলিশের এসআই মিথুন তালুকদার দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে বামৈ পশ্চিম গ্রামের ইমন (২২)নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।