ঢাকাTuesday , 2 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে চায়না দুয়ারি জাল ব্যবহার করবে না বলে জেলেদের শপথ

Link Copied!

লাখাইয়ে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ মর্মে শিরোনামে গত ২৪ জুন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলার মোড়াকরি ইউনিয়নের প্রায় ২৫জন জেলেকে চায়না দুয়ারি জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ধরা হতে বিরত থাকবে শপথ গ্রহন করান লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

সোমবার (১জুলাই) ঐ ইউনিয়নের বন্যার্ত জেলেদের মাঝে শুকনো খাবার বিতরণকালে এ শপথ করান তিনি। এসময় শপথ পাঠে জেলেরা বলেন, আমরা কেউ চায়না দুয়ারি জাল ব্যাবহার করব না, মাঠে, ঘাটে, হাওড়ে নদীনালা ,খালবিলে এই জাল ফেলব না যদি ফেলি আইনের আওতায় যে শাস্তি আছে সেই শাস্তি মাথা পেতে নিব, আইন মানতে বাধ্য থাকব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, শুধু মোড়াকরিই নয় উপজেলার সকল ইউনিয়নে জেলেরা যেন চায়না দুয়ারী জাল ব্যবহার করে দেশী প্রজাতির মাছের প্রজনন ধ্বংস না করে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয় হচ্ছে, পাশাপাশি তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এরপর আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদ সুত্রে জানাযায়, লাখাই উপজেলার বিভিন্ন হাওড়ে কারেন্ট জালের পাশাপাশি অবৈধ চায়না দুয়ারি নামের একপ্রকার ফাঁদ ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করে চলছে এক শ্রেণির অসাধু মাছ শিকারিরা। চায়না দুয়ারিকে স্থানীয়ভাবে জাল বলা হলেও এটি মাছ ধরার বিশেষ একটি ফাঁদ। একে চায়না জাল, ম্যাজিক জাল নামেও ডাকা হয়। এ ফাঁদের কারণে জলাশয়গুলো দিন দিন মাছশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের।

জানা যায়, এই চায়না দুয়ারি দৈর্ঘ্য প্রায় ৭০ থেকে ১০০ ফুট লম্বা হয়।লোহার রডের রিং দিয়ে খোপ আকারে বাক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি করা হয়। এই দুয়ারির দুই দিকে মুখ থাকায় মাছ ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। ঘন ফাঁসের এই দুয়ারিতে পোনা মাছ থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছ আটকা পড়ায় ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ গত (২৩জুন) উপজেলার চিকনপুর সেতু সংলগ্ন হাওড়ে এ জাল দিয়ে মাছ নিধনের দৃশ্য লক্ষ্য করা গেছে।

উপজেলার ধলেশ্বরী, মেঘনা , সুতাং, ভলবদ্র নদী কুচিয়া বিল, জিরুন্ডা হাওড়, স্বজনগ্রাম হাওড়, রুহিতনসী হাওড়, কৃষ্ণপুর হাওড়, বুল্লা হাওড়, শিবপুর হাওড়, নোয়াগাও হাওড় সহ বিভিন্ন হাওড়ে চায়না দুয়ারি দিয়ে নিধন করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। সারা বছরই বিভিন্ন স্থানে এই ফাঁদ দিয়ে মাছ শিকার করলেও বর্ষা মৌসুমে যেন অসাধু শিকারিরা মাছ ধরার মহোৎসবে নামে। জোয়ারের পানির সঙ্গে ডিমওয়ালা বিভিন্ন প্রজাতির মাছ খাসল, বিলসহ বিভিন্ন স্থানে বংশ বিস্তারের জন্য আসার গতি পথে পাতা হচ্ছে এই ফাঁদ। এদিকে সচেতন মহল বলছে, চায়না দুয়ারি জাল ব্যাবহার বন্ধ না করলে এক সময় দেশীয় মাছ বিলুপ্ত/ অস্তিত্ব সংকটে পড়বে।