লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে ২টি ঘর পুড়ে ২ লক্ষাধিখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের স্বরাপপুর মহল্লার রমৃত জবেদ আলীর ছেলে রকম আলীর ঘরে মঙ্গলবার (৭জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়।
একপর্যায়ে পাশের ঘরের মস্তব আলীর মেয়ে তাহেরার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে এতে করে ২টি বসত ঘর পুড়ে যায়। ফলে ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। এ দিকে আগুন লাগার বিষয়টি হবিগঞ্জের ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা আসার আগেই সেই আগুন নিভিয়ে ফেলে প্রতিবেশীরা ।