লাখাইয়ে গরু চুরির মামলার পর গা ঢাকা দিয়েছে দুই কসাই সাদ্দাম ও জামাল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 7 February 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে গরু চুরির মামলার পর গা ঢাকা দিয়েছে দুই কসাই সাদ্দাম ও জামাল

Link Copied!

লাখাই উপজেলায় মুড়িয়াউক গ্রামে শাহবাল চৌধুরীর ঘোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনায় গরুসহ জিয়াউর রহমান (৩৭) জনতার হাতে আটকের পর লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় লাখাই উপজেলা মুড়িয়াউক গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে শাহবাল চৌধুরী বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেছেন ।

আটক চোরের স্বীকারোক্তিতে দুই কসাই সাদ্দাম ও জামালের পরামর্শে জিয়াউর গরু চুরি করে আসছে বলে জানায় । এর পর থেকে কসাই সাদ্দাম ও জামাল গা ঢাকা দিয়েছে।

সোমবার (৭ফেব্রুয়ারি) সকালে কসাইদের বাড়ীর পাশে পুকুরে চোরাইকৃত আরো একটি গরু পা বাধা অবস্থায়  ভেসে উঠে। এ খবর পাওয়ার পর এস আই মিটুন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে প্রাণী সম্পদ ডাঃ আবু হানিফের মাধ্যমে গরুর মৃত্যুর বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছেন ।

উল্লেখ্য, লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের কুখ্যাত গরু চোর জনতার হাতে আটকের পর থানায় নিমিত মামলা দায়ের করা হয়েছে।  রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কাঠিহারা গ্রামের জনতার সন্দেহ হলে তাকে গরুসহ চোরকে আটক করে লাখাই থানায় খবর দিলে লাখাই থানার এস আই আবুল বাশার, এস আই মিঠুন, এস আই সাদ্দাম হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘঠনাস্হলে যাইয়া বামৈ পূর্ব গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৭) কে পুলিশের হেফাজতে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে আরো চোর জড়িত আছে মর্মে পুলিশ সুত্রে জানা যায় । মৃত গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এস আই মিঠুন।