মনর উদ্দিন মনির \ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ভ‚মিদস্যু এরশাদ আলীর পুত্র বজলুর রহমান বলু মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে খাস জমি দখল ও সেচ প্রকল্পে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গত ২৭ অক্টোবর জেলা প্রশাসক বরাবরে তেঘরিয়া গ্রামের মোঃ টেনু মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, তেঘরিয়া মৌজার বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক হবিগঞ্জের মালিকানাধীন ডিপি-১ খতিয়ানের আর.এস ২৩৪ও২৭৩নং দাগের মোট ৪৩ শতক ভুমি যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, এই জমি সুকৌশলে দখল করে বিক্রি করছে ওই এলাকার একশ্রেণীর ভ‚মিদস্যু। এই ভ‚মিদস্যু দলের নেতৃত্বে রয়েছে তেঘরিয়া গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র মোঃ বজলুর রহমান বলু মিয়া।
ইতোমধ্যেই বলু মিয়া সরকারি অনুমতি ছাড়া সরকারের ডিক্রীপ্রাপ্ত জায়গা ও খাস জমি তেঘরিয়া গ্রামের মৃত জিলু মিয়ার পুত্র মুখলিস মিয়া, মৃত আলাই মিয়ার পুত্র তাহির মিয়া, মৃত আলাই মিয়ার পুত্র ফারুক মিয়া, রহমত আলীর পুত্র কালু মিয়া, উস্তার মিয়ার পুত্র ইসরাইল মিয়ার কাছে প্রতি শতক এক লক্ষ পচিশ হাজার টাকায় বিক্রি করেছেন। অবশিষ্ট জমি বিক্রি করার পায়তারা করছেন। ইতোমধ্যেই এদের মধ্যে কয়েকজন ওই জমি ভরাট করে টিনের ঘর তৈরি করেছেন এবং পাকাঘর নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর পক্ষে টেনু মিয়া সরকারি জমি অবৈধ দখল ও বিক্রি করতে বলু মিয়াকে বাধা প্রদান করলে তিনি টেনু মিয়াকে বলেন, সরকারের সঙ্গে আমার চুক্তি হয়েছে এবং চুক্তির বলে আমি সরকারি ভুমি বিক্রি করছি। এদিকে গত ১৫ ডিসেম্বর তেঘরিয়া মৌজার মরারবন্দ নামক সেচ প্রকল্পের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম লাখাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত দরখাস্ত মূলে ভ‚মিদস্যু হিসেবে অভিযুক্ত বজলুর রহমান বলু মিয়ার বিরুদ্ধে সেচ প্রকল্পটি জোরপূর্বক বন্ধ করার অভিযোগ করেছেন।
জানা যায়, নজরুল ইসলাম এলাকার কৃষকদের দ্বারা নির্বাচিত সেচ ম্যানেজার। গত কয়েক বছর ধরেই তার বসতবাড়ির এক প্রান্তে গভীর নলক‚প বসিয়ে ওই সেচ প্রকল্পে সেচ দিয়ে আসছিলেন। কিন্তু এ বছর তার সেচ প্রকল্পটিতে বলু মিয়ার লোলুপ দৃষ্টি পরে। গত ১৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে বলু মিয়া তার সহযোগীদের নিয়ে সেচ প্রকল্পটিতে বসানো সমস্ত পাইপ জোর করে তুলে নিয়ে যায়।
এ সময় উপস্থিত কৃষকরা এই কাজে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত বলু মিয়াদের নিষেধ করলে তারা কৃষকদের সাথে মারমুখী আচরণ করেন। বলু মিয়া ও তার সহযোগীদের একের পর এক এ ধরণের অন্যায় ঘটনায় এলাকাবাসীর মনে প্রশ্ন জন্ম নিয়েছে বলু মিয়ার এতো ক্ষমতার উৎস কোথায়?
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে বলু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ওই দাগের জমির মালিক মিলন ও আশরাফ উদ্দিনের কাছ থেকে ৬ শতক জমি কিনেছি। জমি বিক্রয় করেননি। সেচ প্রকল্পে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, আমি আমার জায়গা দিয়ে ড্রেইন করতে দেবনা।
সেচ প্রকল্পে হামলার বিষয়ে জানতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে হবিগঞ্জ বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে শীঘ্রই উপজেলা সেচ কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বলু মিয়ার সরকারি খাস জমি দখল নিয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং-এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়গুলি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে বলু মিয়া তার কয়েকজন সহযোগী নিয়ে বুল্লা ও শালদিঘা মৌজার কালিয়াদাড়া খাল নামে একটি সরকারি খাল অবৈধ ইজারা নিয়ে দখল করেন।
পরে লাখাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর পশ্চিম বুল্লা গ্রামবাসীর করা লিখিত দরখাস্তের প্রেক্ষিতে খালটিকে উপজেলা প্রশাসন দখলমুক্ত করে এবং জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা করে সরকারি সম্পত্তি হিসেবে সাইন বোর্ড স্থাপন করেন।