লাখাইয়ে খাল থেকে গলায় রশি প্যাঁচানো অজ্ঞাত মরদেহ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 March 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে খাল থেকে গলায় রশি প্যাঁচানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

Link Copied!

সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে।। লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা অবস্থায় এক ব্যক্তির (৩৫) অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানার পুলিশ।

ছবিঃ অজ্ঞাত ব্যক্তির লাশ; ফটো-আমার হবিগঞ্জ টিম।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল শুক্রবার সকাল ১১ টার সময় স্থানীয় পথচারীরা লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কের তিস্কারপুর নামক স্থানের পার্শ্ববর্তী খালে অজ্ঞাত মৃতদেহ পড়ে থাকতে দেখে লাখাই থানা পুলিশ কে অবগত করলে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ এখনও মরদেহের পরিচয় জানতে পারেনি।

লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকাল সাড়ে ১১ টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আর ও বলেন এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।