লাখাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 June 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

মোড়াকরি টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কের মোড়াকরি এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩জুন) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলীর ছেলে। আইকুল মোড়াকরির জামিয়া রশিদীয়া নামক একটি মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইকুল মোড়াকরি তার নানার বাড়িতে থেকে পড়াশুনা করতেন, সোমবার প্রতিদিনের ন্যায় সকালে মাদ্রাসায় যায়, বিকালে মাদ্রাসা থেকে ফেরার পথে মোড়াকরি সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়, এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নাসির নগর এলাকা থেকে ঘাতক কাভার্ড ভ্যানকে আটক করা হয়েছে বলে জানা গেছে।