আবুল হাসান মোল্লা, লাখাই।। লাখাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে, জনসচেতনতা ও ঘরমুখি করতে সারা দেশের ন্যায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার (২৭শে মার্চ) সকাল থেকে লাখাই উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্জিতা কর্মকারের নেতৃত্বে উপজেলার মোড়াকরি বাজার, বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ বাজারসহ উপজেলার প্রত্যেকটি বাজারসহ বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়।
এ সময় হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি আতঙ্কিত না হওয়া, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয় সেনাবাহিনী।
এব্যপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্জিতা কর্মকার বলেন উপজেলার সকল বাজার গুলোতে সচেতনতার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যগন কাজ করে যাচ্ছেন।
এদিকে সেনা ও পুলিশ টহলের পর থেকে পুরো লাখাই উপজেলা জুড়ে অঘোষিত লকডাউন অবস্থা বিরাজ করছে। কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।