মনর উদ্দিন মনির, লাখাই : লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রাম নামক এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান ও ২৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) রাত্রে এক সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব অস্ত্র ও গুলি লাখাই থানায় জিডি মূলে হস্তান্তর করেছে। ঘটনাটির সততা নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন।