ঢাকাWednesday , 14 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে এক রাতে তিন প্রতিষ্ঠানে চুরি

এম এ ওয়াহেদ
August 14, 2024 8:18 pm
Link Copied!

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় চুরির হিড়িক এক রাতে তিন প্রতিস্টানে চুরির ঘটনার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ দ্বারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের ফার্মেসীতে এক রাতে চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে।

সরেজমিনে গিয়ে জানায় যায় চাঁদের আলো ডায়াগনস্টিক সেন্টার, মা-মনি ফার্মেসী ও সাদেকুর রহমান ফার্মেসীতে চুরির ঘটনায় প্রতিস্টান গুলির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ৩৭ হাজার টাকা চুরেরা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে মা-মনি ফার্মেসীর মালিক শুভ রায়, সাদেকুর রহমান ও চাঁদের আলো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক সাইফুল ইসলাম ভুঁইয়া এ প্রতিনিধিকে জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা করে প্রতিস্টানে তালা বদ্ধ করে আমাদের নিজ নিজ বাড়ীতে চলে যাই।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে শুভ রায় এর মোবাইল ফোনে খবর পেয়ে এসে দেখি আমাদের ব্যবসা প্রতিস্টানের তালা ভাঙা দেখে ব্যবসা প্রতিস্টানে প্রবেশ করে দেখতে পাই যে দোকানের ড্রয়ার ভাঙা।

এ বিষয়ে সাদেকুর রহমান জানান আমার দোকান থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে এবং চাঁদের আলো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক সাইফুল ইসলাম ভুঁইয়া জানান আমার প্রতিস্টান থেকে চোরেরা নগদ ২১ হাজার টাকা এবং শুভ রায় জানান আমার ব্যবসা প্রতিস্টান থেকে চোরেরা নগদ ৬ হাজার টাকা খোয়া গেছে। চুরির হিড়িক এর ঘটনায় এলাকায় জনমনে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।