লাখাইয়ে এক মাদকসেবীকে কারাদন্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 December 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে এক মাদকসেবীকে কারাদন্ড

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :-    গত মঙ্গলবার (১ডিসেম্বর) রাত্রে লাখাইয়ের বামৈ ইউনিয়ন বামৈ পূর্বগ্রামে পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমনের এর দিকনির্দেশনায় এসআই সজীব দেব রায় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এক মাদকসেবীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
আটককৃত মাদকসেবী ওমর আলী (৪৯) উপজেলার বামৈ পূর্বগ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

ছবি : লাখাইয়ে মাদসসেবন আইনে একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে

আটকের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ছিন আরাফাত রানাকে জানানো হলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পোঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ আইনে ৪২ধারা মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে ১মাসের কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।