ঢাকাThursday , 4 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে একটি সড়ক নির্মাণে বদলে দিয়েছে গ্রামবাসীর জীবনমান

এম এ ওয়াহেদ
July 4, 2024 9:42 am
Link Copied!

লাখাই উপজেলার একটি সড়ক নির্মাণে গ্রামবাসী বদলে দিয়েছে জীবনমান। গ্রামের নাম প্রবাসী খ্যাত লাখাই উপজেলার দক্ষিণ পূর্বে মাধবপুর ও নাসিরনগর উপজেলার সীমানায় অবস্থিত সাতাউক। এ গ্রামের লোক সংখ্যা ৪৭শত, ভোটার সংখ্যা ২৮২০ জন। এ গ্রামের ১৬৮ জন লোক প্রবাসী।

তন্মধ্যে গ্রীসে বসবাস করেন ১শত বাকি ৬৮ জন লোক বসবাস করেন লন্ডন, আমেরিকা, ফ্রান্স,ইতালি ও আরব-আমিরাতে।ঔ গ্রামের প্রবাসীদের মাধ্যমে এ দেশে প্রতিমাসে রেমিট্যান্স আসে প্রায় ১ কোটি টাকার উপরে। এত কিছুর পরেও সাতাউক গ্রামে রাস্তা ঘাটের অভাবে যোগাযোগ ব্যবস্থা খুবই ছিল খারাপ। স্বাধীনতার ৫২ বছরেও উন্নয়নের আলোর মুখ দেখেনি। ফলে এই গ্রামের কৃষকরা জমির উৎপাদিত পণ্য পরিবহনে নানা ভোগান্তির অন্ত ছিল না।

ডিজিটাল বাংলাদেশ ফেরিয়ে স্মার্ট বাংলাদেশে এসে শেষ পর্যন্ত ঔ গ্রামের মানুষ আলোর মুখ দেখেছে। এ বিষয়ে সাতাউক গ্রামের ও মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন এর কাছে তার অনুভূতি কি জানতে চাইলে তিনি জানান,বাংলাদেশ স্বাধীন এর পর থেকে আমাদের এই গ্রামটি বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম কিন্তু স্মার্ট বাংলাদেশে এসে একটি সড়ক নির্মাণ করায় আমাদের গ্রামটাকে আলোর দিকে নিয়ে গেছে বর্তমান সরকার।

তিনি আরো জানান, এই সড়কটি কানাই নদীর তীর পর্যন্ত এসে পৌঁছে যাবে কিন্তু এই নদীর উপর ব্রিজ ও সংযোগ সড়ক না হলে নানা সমস্যা থেকেই যাবে। এই নদীর উপর একটি ব্রিজ ও সংযোগ সড়ক হলে মাধবপুর ও নাসিরনগর উপজেলার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহনে সহায়তা ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

এ বিষয়ে উপজেলা ও স্থানীয় সরকার প্রকৌশলী মাহবুব হোসাইন এর সাথে আলাপ কালে তিনি ভোরের ডাক কে জানান, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনবান্ধন সরকার তিনি সব সময় জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাতাউক গ্রামের সড়ক নির্মাণ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই সড়কের আরসিসি ঢালাই সড়ক ২কিলো ১৯০ মিটার রাস্তা নির্মাণে প্রাক্কলিত ব্যয়ভার ধরা হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ২শত ৭৬ টাকা।

এই সড়কের প্রস্ত ৩ মিটার। তিনি আরো বলেন এই সড়কটি নির্মাণের ফলে সাতাউক গ্রামের যোগাযোগ ব্যবস্তার চিত্র পাল্টে গেছে। এতে করে গ্রামের জনসাধারণের উপজেলা প্রশাসনে আসা যাওয়া ও সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়েছে। কম সময়ের ভিতরে উপজেলা প্রশাসনে আসার সুযোগ করে দিয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার।

কানাই নদীর উপর ব্রিজ হলে ঔ গ্রামের লোকজন পার্শ্ববর্তী উপজেলায় যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে কি না জানতে চাইলে তিনি জানান, আমি উপজেলা সমন্বয় সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি কিছু একটা করা যায় কি না। পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর ও নাসিরনগর এর সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষে কানাই নদীর উপর একটি ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করার জন্য সাতাউক গ্রামবাসী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছো জোর দাবী জানিয়েছেন।