ঢাকাWednesday , 10 January 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ

এম এ ওয়াহেদ
January 10, 2024 3:15 pm
Link Copied!

লাখাইয়ে মুরগী পালনকারী উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। হাওরাঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী পালনকারী উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের কার্যালয় সামনে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) ডক্টর আব্দুস সাত্তার বেগ,প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ।

গৃহনির্মাণ উপকরণ বিতরণ কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা উপকারভোগীদের উদ্দেশ্য বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনগনের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  আপনারা পশু পালনে গৃহনির্মাণ উপকরণ যথাযথ ভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী। উপকরণ বিতরণী

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ৩২২ জন উপকার ভোগীর হাতে উপকরণ তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথি বৃন্দ।