লাখাইয়ে ইয়াবা ও গাজাসহ ডাকাতি মামলার ৪'আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ইয়াবা ও গাজাসহ ডাকাতি মামলার ৪’আসামী গ্রেফতার

Link Copied!

 

লাখাই প্রতিনিধি : গতকাল শনিবার (১৮ জুলাই) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে গাজা এবং ইয়াবা সহ ডাকাতি মামলার ৪’জনকে আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এস আই সজীব দেব রায় সংগীয় ফোর্স সহ লাখাই থানা এলাকায় মাদকদ্রব্য অভিযানে ডিউটি করেন।

ওই সময়ে লাখাই থানা ভবনের পার্শ্ববর্তী ভাদিকারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক সম্রাট আরজু মিয়ার পুত্র আলাউদ্দিন আলন (৪১) তার স্ত্রী রোশেনা বেগম (৩৫), নুরুজ মীরের পুত্র পলাশ মীর (৩৫) এবং রাধেশ্যাম শীল ওরফে এংগু শীল কে ১০ পুরিয়া গাঁজা এবং ৬৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

 

ছবি: আটককৃত আসামীরা ও জব্দ করা মাদকদ্রব্য

 

উল্লেখ্য কথিত মাদক সম্রাট আলাউদ্দিন আলন এর নামে আগে থেকেই ৩ টি মাদকের মামলা ও ২ টি ডাকাতির মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। উক্ত ঘটনায় লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যপারে লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে তাই সকল মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।