লাখাই উপজেলার ৬ ইউনিয়নের সচিবদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ শরীফ উদ্দিন বলেন আপনারা কারো চাপে পরে কাজ না করে স্বচ্ছতা ও আন্তরিকতার সহিত কাজ করবেন।। তিনি আরো বলেন আপনারা জানেন বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়টি খুব জটিল একটা বিষয় এই বিষয়টির বিষয়ে কাহারও চাপে না পরে অতি স্বচ্চতা সাথে কাজ করতে হবে।
আপনাদের স্বসচ্চতার কারনে যেন কোন ব্যক্তি হয়রানীর শিকার না হয় এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইউএনও শরীফ উদ্দিন। বুধবার(১২জানুয়ারি) সকাল ১০টায় লাখাই উপজেলা কার্যালয়ে লাখাই ইউপি সচিবদের নিয়ে বৈঠকে মিলিত হন।
এসময় উপস্থি ছিলেন-লাখাই ইউপি সচিব মোস্তাক আহমেদ, মোড়াকরি ইউপি সচিব রঞ্জন দাস, মুড়িয়াউক ইউপি সচিব আইনুল ইসলাম, বামৈ ইউপি সচিব এমদাদুল হক, করাব ইউপি সচিব জিলু মিয়া ও বুল্লা ইউপি সচিব কুতুবুল ইসলাম।