মনর উদ্দিন মনির, লাখাই প্রতিনিধি: লাখাইয়ে আবার ও করোনার হানা, সদ্য ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড.কাজী আব্দুলাহ কায়সার এবং উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী পরিতোষ দাশ (২৫)।
২০শে জুন শনিবার রাত্রে করোনা আক্রান্তদের সততা নিশ্চিত করে ড. মেহবুবা সাঈদ দৈনিক আমার হবিগঞ্জ কে জনান, ১৭ ই জুন ৩ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় এতে ২ জনের করোনা পজিটিভ এসেছে।

উপজেলা মেডিকেল অফিসার কাজী আব্দুলাহ কায়সার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং নির্বাচন অফিসের কর্মচারী পরিতোষ দাশ (২৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হবে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ২৭ জন, আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।