মনর উদ্দিন মনির, লাখাই : “মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ খ্রীঃ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি : লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১৮ই ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল চৌধুরী রাহি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বিদেশ ফেরত ও বিদেশগামী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।