লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 December 2019
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত”

Link Copied!

সুমন আহমেদ বিজয়,লাখাই থেকেঃ  দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই ই মেলে”এই স্লোগান  কে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালিত হয়েছে।

বুধবার (১৮ডিসেম্বর)  দিবসটি উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের আয়ােজনে উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বের হয় র্যালী।
র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও প্রদক্ষিণ শেষে মিলিত হয় আলোচনা সভায়।

র্যালি শেষে বেলা ১১ ঘটিকার সময় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার মোছাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ অভিবাসীদের জেনে শুনে বুঝে সরকারি প্রতিষ্ঠান থেকে যাছাই পূর্বক বিদেশ গমনের উপর গুরুত্বারোপ করেন।

অভিবাসনপ্রত্যাশী বিশেষ করে নারী অভিবাসন প্রত্যাশী দের বিভিন্ন ট্রেড যেমন নার্সিং সহ যে সকল ট্রেডের বিদেশে চাহিদা রয়েছে তা চিহ্নিত করে সে মোতাবেক কার্য সম্পন্ন করে দক্ষতা অর্জনের পর বিদেশ গমনের পরামর্শ দেওয়া হয়। অবৈধ অভিবাসী হওয়ায় এবং প্রতারকদের ধরিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর লাখাইর উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন,লাখাই রিপােটার্স ইউনিটির সভাপতি মােঃ বাহার উদ্দিন, বীর মুক্তিযােদ্ধা গাজী শাহজাহান চিশতি, সমাজ সেবা অফিসার আফজালুর রহমান।