লাখাইয়ে আনসার ভিডিপি'র সদস্যরা এখনো ভাতা পাননি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 February 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে আনসার ভিডিপি’র সদস্যরা এখনো ভাতা পাননি

Link Copied!

লাখাই উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা ইউপি নির্বাচন ও দুর্গা পুজার সম্মানি ভাতা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ।

খোঁজ নিয়ে জানা যায় গত দুর্গা পুজায় লাখাই উপজেলার ১০৪ জন আনসার ভিডিপি বিভিন্ন পুজা মন্ডপে রাত দিন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সম্মানি ভাতা পায়নি মর্মে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসারগন এ প্রতিনিধি কে বলেন দুর্গা পূজায় গত ১১ অক্টোবর ২১ সালে আমরা আমাদের দায়ীত্ব পালন করেছি কিন্তু এখনও আমাদের সম্মানি ভাতা পাইনি।

এ ছাড়াও তারা জানান গত ইউপি নির্বাচনে ও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোন প্রকার সম্মানি ভাতা পাইনি।

এ ব্যপারে লাখাই উপজেলার আনসার ভিডিপি অফিসারের কার্যালয়ে গেলে তাকে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমার অফিসের প্রশিক্ষক কে আমি এখনই অফিসে যাইতে বলছি।

কিছুক্ষন পর প্রশিক্ষক মোর্শেদ জাহিদ অফিসে আসলে এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান দুর্গা পুজার আনসার ভিডিপিদের সম্মানি ভাতা বরাদ্দ এসেছে কিছুদিনের ভিতরেই দিয়ে দিব।

তিনি আরো জানান গত ইউপি নির্বাচনে আনসার ভিডিপি ৯৩৫ জন সদস্য দায়িত্ব পালন করেছেন প্রত্যেক সদস্য পাবে ২৩৭৫ টাকা এবং পিসি,এপিসি পাবে ২৬২৫ টাকা কিন্তু এখনও নির্বাচনের আনসারদের সম্মানি ভাতার বরাদ্দ আসেনি তাই আপাতত দেয়া সম্ভব নয়।

এ ব্যপারে হবিগঞ্জ জেলা এ্যাডজুডেন্ট অরুপ রতন পালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি সত্যতা স্বীকার করেন।