লাখাই উপজেলার বুল্লা বাজারে মামলায় জব্দকৃত নিলামের অপেক্ষায় থাকা বালু চুরি হওয়ার অভিযোগ উঠেছে। এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় তদন্ত রিপোর্ট দেয়ার পর নয় আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।
ওই আসামীরা জামিন নেয়ার পর মোট ৪ টি তফসিলভুক্ত বালুকে নিজেদের জিম্মায় নেয়ার জন্য আবেদন করেন। আসামিদের আবেদনের প্রেক্ষিতে আদালত খোকন গোপ, সুভাষ গোপ, প্রিয়টন গোপদের জায়গা এবং গোপেশ মোদক, গোপেশ চন্দ্র গোপ ও মারুফ গং এর জায়গায় থাকা দুটি তপশিল ভুক্ত বালু আসামিদের জিম্মায় দেন।
এর মধ্যে হাফেজ ফারুক মিয়া গংদের জায়গা ও জসিম গংদের জায়গায় দুটি তফসিলভুক্ত বালু নিলামে বিক্রি করার আদেশ হয়। কিন্তু হাফেজ ফারুক মিয়া গংদের জায়গায় থাকা বালু একাধিক চিহ্নিত ট্রাক্টর ব্যবসায়ী চক্রের সহযোগিতায় ওই বালু অবৈধভাবে উত্তোলনের মামলার আসামিদের কেউ কেউ রাতের অন্ধকারে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
এতে করে আদালতের আদেশ অমান্য করে আদালত অবমাননা ও সরকারি রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে। চুরি প্রতিরোধ করে অতিসত্বর নিলামের ব্যবস্থা না করলে সমুদয় বালু অবৈধভাবে চোর চক্র আত্মসাৎ করে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন সচেতন মহল।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অবৈধ বালু ব্যবসায় জড়িত ৯ বালুখেকোর বিরুদ্ধে ৪ জানুয়ারি ওয়ারেন্ট জারি করেন আদালত। ওয়ারেন্ট জারির পর ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা মধ্যে রয়েছেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র জিয়াউর রহমান, একই উপজেলার শ্যামপুর গ্রামের আম্বর আলীর পুত্র বিলাল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার পুর্ব কাটাখালি গ্রামের রফিক মিয়ার পুত্র আশিকুর রহমান, লাখাই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা হাজী কদম আলীর পুত্র সাবেক ইউপি মেম্বার সামছুল হক মালদার, একই গ্রামের হাজী কদম আলীর পুত্র মুসাউল আলম নিরব ও একই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের হীরা মিয়ার পুত্র মোঃ গিয়াস উদ্দিন।
এর আগে গত বছরের ১২ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত ‘লাখাইয়ে বালুখোরদের আধিপত্য, অনুমতি ছাড়াই বালুঘাট’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ মোক্তাদির হোসেন পিপিএম ৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। বিবাদীদের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৮, ৪২৭, ৪৩১ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, উল্লিখিত বিবাদীরা বিভিন্ন ইজারা বহির্ভূত স্থান থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করে লাখাই উপজেলার বুল্লা বাজারে এনে ৪ টি স্তুপে জমা করে রাখার কাজে জড়িত ছিলেন।
জমাকৃত বালুর পরিমাণ প্রায় ১০ লক্ষ ৫০ হাজার ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা। বাল্কহেড লঞ্চে করে বালু পরিবহনের সময় আশেপাশের এলাকার ক্ষতি সাধিত হয়। রাস্তাঘাট ভেঙ্গে যায়। ভোগান্তির শিকার হন সাধারন মানুষ।
তদন্তকালে পিবিআই এর জিজ্ঞাসাবাদে আসামী জিয়াউর রহমান ও আশিকুর রহমানের পক্ষ থেকে জানানো হয় মেসার্স সামিউল ট্রেডার্সের মালিক সাখাওয়াত হোসেনের বৈধ ইজারাকৃত স্থান থেকে বৈধ রশিদ মূলে বালু ক্রয় করে বুল্লা বাজারে এনে জমা রেখেছেন তারা।
তবে পিবিআই তদন্ত করে জানতে পারে মেসার্স সামিউল ট্রেডার্স এর মালিক সাখাওয়াত হোসেনের ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। চলতি বছর ১৪২৯ বঙ্গাব্দে মেসার্স সামিউল ট্রেডার্স এর ইজারা নেই।এর আগের বছর ১৪২৮ বঙ্গাব্দে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মাঝেরচর এলাকায় বালু উত্তোলনের ইজারাদার ছিলেন।
তদন্ত রিপোর্ট থেকে জানা যায় যে, বিভিন্ন স্থান হতে বিবাদীগণ লাখাই উপজেলার বুল্লা বাজারে পার্শ্ববর্তী সুতাং নদী দিয়ে বালু এনে পূর্ব বুল্লা গ্রামে ঘাট হিসাবে ব্যবহার করে বিক্রির জন্য সংরক্ষণ করে। বড় বড় বাল্কহেড (স্টীলের নৌকা) বোঝাই করে বালুবাহী নৌকা আসার ফলে ঢেউ এর কারণে সুতাং নদীর তীরবর্তী পশ্চিম বুল্লা গ্রামের প্রায় ১০/১২ টি ঘরের আংশিক জমি ভেঙ্গে নদীতে তলিয়ে যায়।
বালু আনলোড করার সময় বড় ড্রেজার মেশিন স্থাপন করার কারণে মেশিনের প্রচন্ড শব্দে শব্দদূষন হয়। যার ফলে পূর্ব বুল্লা গ্রামের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যঘাত সৃষ্টি হয়। স্থানীয় মসজিদের মুসল্লীদের নামাজের ব্যঘাত হয়। পার্শ্ববর্তী সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হয়।
বালু বাল্কহেড থেকে ড্রেজার মেশিন থেকে আনলোড করে ঘটনাস্থলে আনার জন্য ব্যবহৃত পাইপ গুলি গ্রামের বিভিন্ন রাস্তায় বসানোর ফলে রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাস্তাঘাটের উপর বালু পড়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়েপড়ে।
বালু স্থানান্তরের কারণে, বালু বোঝাই ট্রাক চলাচল করার কারণে রাস্তাঘাট ভেঙ্গে ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে এলাকার কতিপয় ব্যক্তি গত বছরের ৬ জুলাই লাখাই উপজেলা নির্বাহী অফিসরের নিকট একটি অভিযোগ দায়ের করেন।
আরো জানা যায় যে, সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ রাস্তা সহ পূর্ববুল্লা গ্রামের একাধিক রাস্তা পাইপ থেকে নিঃসৃত পানির তোড়ে কিছুটা ভেঙ্গে গিয়েছে। বাজারের সন্নিকটে বাড়ি ঘরের দেয়াল মেশিনের কম্পনের ফলে লোকজন অতিষ্ট হয়ে উঠেছিলো।