লাখাইয়ে আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম

Link Copied!

আতাউর রহমান ইমরান, লাখাই :   সারা দেশে চলমান করোনা মহামারীর বিরুপ পরিস্থিতির কবলে পড়ে  নানা পেশায় কর্মরত লাখাই উপজেলার অনেকেই কর্ম হারিয়ে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছেন। এই অবস্থা মোকাবিলায় লাখাই উপজেলার  বিভিন্ন সংগঠন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল’ মোড়াকরি ইউপি শাখা মোড়াকরি গ্রামের লোকজন এর পাশে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরেই সংগঠনের কর্মীরা  রাতের অন্ধকারে  বাড়ি বাড়ি উপহারের ব্যাগ পৌঁছে দিয়ে যাচ্ছেন।

ছবি : কর্মহীনদের জন্য রাখা খাদ্য সামগ্রী

গত ৮ ই মে থেকে এই পর্যন্ত তারা উপহার বিতরণ করেছেন কর্মহারানো ১৮০ টি পরিবারের মাঝে। ফান্দাউক দরবার শরীফ  এবং মোড়াকরি গ্রামের ই কিছু দানশীল ব্যক্তির অর্থায়নে  করা এই কার্যক্রমের উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, পিয়াঁজ, আলু, সাবান এবং ভোজ্য তেল। মোড়াকরির তরুণ ছাত্র যুবকদের এই উদ্যোগের ফলে  কর্মহীন মানুষেরা উপকৃত হচ্ছেন। সংগঠনটি করোনাকালীন সময়ে উপহার বিতরণ সহ  নানা সচেতনতামূলক  কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।