লাখাইয়ে আঁখির আত্মহত্যা ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে আঁখির আত্মহত্যা ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Link Copied!

হাসান মোল্লা,লাখাই প্রতিনিধি।। লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের রুহুল আমীনের মেয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আঁখির মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে শনিবার দুপুরে আখির সহপাঠি ও স্থানীয় এলাকাবাসী হবিগঞ্জ-লাখাই সড়কের কালাউক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে।

ছবিঃ আঁখির আত্মহত্যা ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেধাবী ছাত্রী আঁখির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তার আপন চাচাতো ভাই সাফায়েত হোসেন রানার সাথে। সম্প্রতি আখির পারিবারের কাছে বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসলে এতে আঁখি রানাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে রানা আখিকে বিয়ে করবে না বলে জানালে রাগে ও অপমানে গত ১০ জুন সে বিষপানে আত্মহত্যা করে।

এ ব্যাপারে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, আঁখি ও তার চাচাত ভাই সাফায়াত হোসেন রানার মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা যাচ্ছে। কিন্তু তার মৃত্যুর বিষয় নিয়ে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সঠিক কোন তথ্য প্রমাণ দিতে পারেনি। যার কারণে মামলা নেয়া সম্ভব হচ্ছে না।