সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে : লাখাই একাদিক ডাকাতির মামলা সহ আন্ত ডাকাত দলেব সক্রিয় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।পুলিশ সুত্রে যানা যায়,গােপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের দিক নির্দেশনা লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এস আই সজিব দেব বাই,এস আই আব্দুর রাজ্জাক এ এসআই মােহাম্মদ সাদ্দাম হোসেন,এএসআই মােঃ তােহা সহ একদল পুলিশ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্থা থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে আন্তঃ ডাকাত দলের সদস্য বানিয়াচং খন্দকার মহল্লার জামাল মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়া ওরফে বেঙ্গির জামাই (৩৫) ও একই থানার ইনাতখানী গ্রামের মৃতঃ মোস্তফা মিয়ার পুত্র মোঃ আব্দুল হামিদ (২৯) কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে লাখাই থানা সহ বিভিন্ন থানায় একাদিক ডাকাতির মামলা রয়েছে।