ঢাকাFriday , 18 June 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অবৈধ জাল জব্দ : আগুনে পুড়িয়ে বিনষ্ট

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ করা হয়েছে, জাল বিক্রির দায়ে দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ই জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বামৈ বাজারের একটি দোকানে অবৈধ চাইনিজ গিয়ার টাইপ এর জাল থাকায় এবং বিক্রির অপরাধে দোকানীকে  মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় বিক্রেতাকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে, দোকান থেকে  অবৈধ জাল জব্দ করা হয়।

ছবি : লাখাইয়ে অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে

একইদিনে লাখাই বাজারের কয়েকটি জাল বিক্রির দোকান তল্লাশী করা হয় কোন কারেন্ট জাল বা অন্য অবৈধ জাল আছে কিনা? অবৈধ জাল না পাওয়ায় কোন জরিমানা হয়নি এবং আসন্ন বর্ষায় যেনো অবৈধ জাল দোকানে না তুলে সে বিষয়ে সতর্ক করা হয়। অভিযান শেষে উপজেলা পরিষদ মাঠে অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার , ও সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ ।