লাখাইয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ ; জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ ; জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট

Link Copied!

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বুল্লাবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২,০০০ হাজার কিলোগ্রাম কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল বিক্রেতা সুজিত দাশ নামক ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ আইনের ৫ -দ্বারা মোতাবেক ৩,০০০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ কৃত অবৈধ কারেন্ট জাল বাজারে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
১৩ই জুন শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ এবং উপজেলা মৎস্য অফিসের কয়েকজন  কর্মকর্তা।