মনর উদ্দিন মনির, লাখাইঃ- লাখাইয়ে জাতীয় মৎস সপ্তাহ-২০২০ ইং উপলক্ষে, অভিযানে ৯ হাজার ৬শ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে ।
(২৪ জুলাই শুক্রবার বিকাল ৪ ঘঠিকায় লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।

ছবি : লাখাইয়ে একটি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ
এ সময় কারেনন্ট জাল বিক্রির অপরাধে বুল্লা বাজারের ব্যবসায়ী রামধন দাশ কে ১০ হাজার, সুরেশ দাশ কে ১০ হাজার টাকা করে দুইটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় ঐ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা বোরহান উদ্দিন, স্যানিটারি ইনস্পেকটর বিধান সোম, শামসুজ্জামান, নবাগত এস আই মোঃ আঃ মান্নানের নেতৃত্বে একদল লাখাই থানার পুলিশ