ঢাকাWednesday , 20 November 2019
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ৮ প্রতিষ্ঠান কে অর্থদন্ড

অনলাইন এডিটর
November 20, 2019 1:12 am
Link Copied!

ছবিঃ বাজার মনিটরিং এ লাখাই এর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে।। দেশে লবনের সংকট দেখা দিবে এমন গুজব লাখাই উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়।

অসাধু মুনাফালোভী ব্যবসায়ী সৃষ্ট গুজব কে প্রতিহত ও সাধারণ জনগন কে সচেতন করতে তাৎক্ষনিক লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোসাঃ শাহিনা আক্তার,সহকারী কমিশনার(ভূমি) সঞ্জিতা কর্মকার ও লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকাল থেকে লাখাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।

মনিটরিংকালে বুল্লা বাজার,তেঘরিয়া বাজার,বামৈ বাজার,কালাউক বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে লবনের নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ৮ টি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তার।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহায়তা করেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ।

এসময় লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তার বলেন দেশে লবনের কোন ধরনের সংকট নেই,লবনের মূল্য স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সচেতনমূলক বক্তব্য রাখেন এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানান।