লাখাইয়ে অংশীজনের অংশ গ্রহণে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) দেবজিৎ সিংহ। আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফীন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।
আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবজিৎ সিংহ বলেন সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষার গুনগতমান উন্নয়নের বিকল্প নেই। তাই শিক্ষা ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে বলেন শিক্ষা প্রসারের জন্য কাজ করতে হবে।