লাখাইয়ের ৫ নং করাব ইউপি নির্বাচন : কৌশলে এগিয়ে কামালের ঘোড়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 December 2021

লাখাইয়ের ৫ নং করাব ইউপি নির্বাচন : কৌশলে এগিয়ে কামালের ঘোড়া

Link Copied!

আতাউর রহমান ইমরান   :   আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ১৮। এর মধ্যে ৮ হাজার ৫ শত ৭০ জন পুরুষ ও ৮ হাজার ৪ শত ৪৮ জন মহিলা ভোটার রয়েছেন। এবারের ইউপি নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকল প্রার্থীদের প্রচার প্রচারণা চললেও এলাকাবাসী ধারণা করছেন এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস চোখে পড়ার মতো প্রচার প্রচারণা চালাচ্ছেন। বেশ কয়েকটি জনসভা করে নজর কেড়েছেন তিনি। নৌকা মার্কার প্রার্থী হওয়ায় পাচ্ছেন বাড়তি সুবিধা।

ছবি : লাখাই উপজেলার করাব ইউনিয়নে মুল লড়াইটা হবে এই ৩ প্রার্থীর মধ্যে

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল হাই কামাল-এর ঘোড়া ও স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়ার মোটরসাইকেল এর প্রচার প্রচারণায় রয়েছে নির্বাচনী কৌশলের ছোঁয়া। তারা তাদের মত মাঠ গুছিয়ে যাচ্ছেন অনেকটা নীরবে। বর্তমান চেয়ারম্যান ও করাব গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আবদুল হাই কামালের গ্রামে আরো একজন প্রার্থী থাকলেও ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের ঐক্যমতের প্রার্থী হওয়ায় তিনি রয়েছেন বেশ সুবিধাজনক অবস্থানে।
এছাড়াও দীর্ঘসময় ইউনিয়ন চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তাকে নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি না হওয়ায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে নীরবে-নিভৃতে ভোট প্রার্থনা করে চলায় ভোটারদের মন জয় করতে পারছেন বলে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়।
করাব গ্রামের বাসিন্দা অন্য ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ গ্রামের বাসিন্দা লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর ছোট ভাই নুরুল আলম সোহেল একক প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ায় ভুমিকা রাখেন। কিন্তু মুশফিউল আলম আজাদ পার্শ্ববর্তী মনতৈল গ্রামের বাসিন্দা নৌকা মার্কার প্রার্থী আব্দুল কুদ্দুস এর সমর্থনে মরিয়া ভূমিকা রেখে যাচ্ছেন।
এ বিষয়টি করাব গ্রামের ভোটাররা ভালো চোখে দেখছেন না। তারা প্রশ্ন তুলছেন ঐকমত্যের প্রার্থী কামালকে রেখে যদি নৌকার আব্দুল কুদ্দুসকেই উপজেলা চেয়ারম্যান আজাদ সমর্থন করবেন তাহলে কামালকে ঐক্যমত্যের প্রার্থী করা হলো কেন? এ বিষয়টিকে সামনে রেখে করাব গ্রামের সাধারণ ভোটাররা কামালকেই আবার নির্বাচিত করতে মরিয়া ভূমিকা রেখে যাচ্ছেন।
করাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের নিজের গ্রাম মনতৈল সহ ইউনিয়নের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি রয়েছেন সুবিধাজনক অবস্থানে। তদুপরি রয়েছে পুরো ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন। তার হয়ে সবচেয়ে বড় প্রচারণা চালাচ্ছেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও প্রচারণায় ভূমিকা রেখে চলছেন। এতে করে তার নির্বাচনী প্রচারণার পালে জোর হাওয়া বইছে। এছাড়া তার ক্লিন ইমেজের কারণে ভোটারদের আকৃষ্ট করতে পারছেন সহজেই। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বুল্লা বাজার ব্যকস এর বারবার নির্বাচিত সভাপতি সিংহ গ্রামের বাসিন্দা বাদশা মিয়া। তার নিজের গ্রামের ৭,৮ ও ৯ এ তিনটি ওয়ার্ডে জোরালো কোনো প্রার্থী না থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে।
এর আগে গ্রামের জনগন ঐকমত্যের ভিত্তিতে একরামুল মজিদ চৌধুরীর শাকিলকে এ তিনটি ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে ঘোষনা করলেও তিনি ভোটের মাঠে না থাকায় গ্রামবাসী একটি হতাশাজনক পরিস্থিতিতে রয়েছে। এ অবস্থায় এই ৩ ওয়ার্ডের ভোটার দের সামনে একটি বড় প্রশ্ন তাদের গ্রামে থাকা স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়া কে সমর্থন করবে কি না।
তবে ভোট সংশ্লিষ্ট লোকজন বলছেন শেষ পর্যন্ত এলাকা প্রীতির কারণে এই তিনটি ওয়ার্ডের ভোটাররা বাদশা মিয়াকে ভোট দেয়ার সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা বেশি। প্রায় বিশ বছর ধরে এ গ্রামটি চেয়ারম্যান শুন্য থাকায় এবার ভোটাররা ঐক্যবদ্ধ হচ্ছেন নিজেদের গ্রামের প্রার্থীকেই চেয়ারম্যান নির্বাচিত করতে। আর বাস্তবে যদি এমনটি ঘটে তাহলে ভোটের ফলাফলে একটি বড় ধরনের চমক তৈরি হয়ে যেতে পারে।
নির্বাচনের রেসে চমক দেখিয়ে জয় লাভ করতে পারে বাদশার মোটরসাইকেল। এই ত্রিমুখী লড়াইয়ে কে বিজয়ের হাসি হাসবে এটি ২৬ তারিখের নির্বাচনের শেষেই জানা যাবে। মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়া জানান, এর আগেও আমি নির্বাচনে অংশ নিয়েছি সে সময় যেভাবে ভোটাররা আমাকে সমর্থন দিয়েছিল এবার এর চেয়ে বেশি সমর্থন দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নিকট ভোট প্রার্থনা করে চলেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এ ব্যাপারে ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল হাই কামাল জানান তিনি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে জনতার সেবা করায় যখনই যে ভোটারের কাছে যাচ্ছেন তারাই তাকে আপন করে নিচ্ছেন ও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন। তিনি আরো জানান, ভোটারদের যেভাবে সমর্থন পাচ্ছেন এতে জয়ের ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিত।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল কুদ্দুস জানান, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তাকে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদান করছেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতিতে জনসভা করে চলছেন। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে ব্যক্তিগতভাবে তিনি ভোট প্রার্থনা করে চলেছেন। তিনি আরো জানান, আগামী ২৬ তারিখের নির্বাচনে তিনি সফল হতে তিনি আশাবাদী।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়