অভিন্ন মানদণ্ডে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন লাখাই উপজেলার বাসিন্দা সুমন চন্দ্র গোপ। মঙ্গলবার (৮ জুন) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত ) মোঃ মিজানুর রহমান সুমনকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা করেন। এ সময় সুমনের হাতে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন মিজানুর রহমান।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া প্রচুর মোবাইল ফোন উদ্ধার,বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার সহ ওয়ারেন্ট তামিলে তার দক্ষতার কারণে এ পুরস্কারে ভূষিত হন তিনি।
এর আগে গত ৩০ মে সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকার মাঝি সেজে মো: রতন মিয়া নামের এক সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে প্রশংসা অর্জন করেন এএসআই সুমন।
উল্লেখ্য, সুমন লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের হরিপদ গোপের পুত্র। তার পিতা হরিপদ গোপ লাখাই উপজেলার আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সুমন সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি। পাশাপাশি এ পুরস্কার প্রাপ্তিতে অতিরিক্ত ডিআইজি পদে সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের লিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সুমন চন্দ্র গোপ।