তারেক হাবিব, সদর প্রতিনিধি॥ লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে আসামী পক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বাদীর পরিবার ও লোকজন।
২৭ মার্চ শুক্রবার দুপুরে সরেজমিনে ওই গ্রামে নিয়ে দেখা যায় যে, আসামী পক্ষের বাড়ী-ঘরসহ ভাংচুর ও গাছ-পালা কর্তন করা হয়েছে। গত ২২ মার্চ দুপুরে ওই গ্রামে দু-পক্ষের সংঘর্ষে মৃত ওয়াহিদ মিয়ার পুত্র নজরুল ইসলাম (৪০) নিহত হন।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করলে আসামী পক্ষের লোকজন বাড়ী-ঘর ছেড়ে আত্মগোপন করে। পরে বাদী পক্ষের লোকজন জন শুন্য অবস্থায় হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এ ব্যাপারে লাখাই থানার ওসি জনান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। কোন ধরনের অপীতিকর ঘটনা ঘটলে আরও জোড়ালে ব্যবস্থা নেয়া হবে।