এম সি শুভ আহমেদ, লাখাই : দেশের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে সুবিধাভোগি পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মহামারি করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে মোড়াকরি ইউনিয়নে ৪০০ জন হতদরিদ্র লোকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং।
চাল বিতরণের সময় উপস্তিত ছিলেন ট্যাগ অফিসার জনাব ওয়ালিদ আহামেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া মোজাহিদ, মোড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল ও ইউ/পি সদস্যদের মধ্য ছিলেন খসরু মিয়া, রফিক মিয়া, বাহাদুর উদ্দিন, তোফাজ্জুল হোসেন,মুজিবুর রহমান, অনিরুদ্র দাস, গীতা রানী দাস, মর্জিনা বেগম ও কুমকুম বেগম।